Image description

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তার ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি, আলোচনা সভা, পতাকা উত্তোলন, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্র, স্বাধীনতা ও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে বলে নেতাকর্মীরা তাদের বক্তৃতায় উল্লেখ করেন। দৈনিক মানবকণ্ঠের পাঠকদের জন্য সারাদেশ থেকে প্রতিনিধিদের পাঠানো খবরে তুলে ধরা হয়েছে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবমুখর উদযাপন।

বিয়ানীবাজার, সিলেট

বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বুধবার বিকেলে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক নেতাকর্মী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ও ফেস্টুন নিয়ে শহরের প্রধান সড়কে র‌্যালি করেন। পৌরশহরের নিউ মার্কেট মোড়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ২০১৮ সালের বিএনপির মনোনীত প্রার্থী ও আসন্ন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ফয়সল আহমদ চৌধুরী বলেন, “নির্বাচন যথাসময়ে হবে এবং জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে।” তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট শক্তি অতীতে বিএনপির সভা-সমাবেশে বাধা দিলেও এখন তারা পালিয়েছে। তবে কিছু লোক নির্বাচন বানচালের চেষ্টা করছে, যা কোনোভাবেই সফল হবে না।” তিনি সিলেট-শেওলা ফোরলেন সড়কের কাজ শুরুর জন্য আন্দোলনের ডাক দেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, সহ-সভাপতি আব্দুল মন্নান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, সিনিয়র সহ-সভাপতি কবির আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মোরেলগঞ্জ, বাগেরহাট

মোরেলগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার নব্বই রাশি বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা পৌর পার্ক সংলগ্ন কাপুড়িয়া পট্টি মেইন সড়কে গিয়ে শেষ হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া গত ১ সেপ্টেম্বর দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বিএম ওবায়দুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, সদস্য কাজী খায়রুজ্জামান শিপন, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মেহেদী হাসান ইয়াদ প্রমুখ। বক্তারা বলেন, “বিএনপি ক্ষমতায় এলে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে।”

গৌরীপুর, ময়মনসিংহ

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আহম্মেদ তায়েবুর রহমান হিরন বুধবার সন্ধ্যায় তৃণমূল নেতাকর্মীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেন। র‌্যালিতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা জানান, হিরন দলের দুঃসময়ে ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত। তিনি ফ্যাসিস্ট সরকারের সময়ে অসংখ্য মামলায় কারাভোগ করেছেন, যা তাকে তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া

নবীনগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। বুধবার দুপুরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ রোডে প্রেসক্লাবের সামনে গিয়ে আলোচনা সভায় শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট এম এ মান্নান। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য তকদির হোসেন মো. জসিম। বক্তারা শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “বিএনপি জনগণের আস্থার প্রতীক। ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠা করা হবে।”

সাভার, ঢাকা

সাভারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে গেন্ডা বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা রেডিও কলোনি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। র‌্যালিতে সাভার-আশুলিয়ার হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৯ আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আইয়ুব খান বলেন, “সারা দেশে বিএনপির গণজোয়ারের বহিঃপ্রকাশ সাভারে দেখা গেছে। আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নের জন্য প্রস্তুত।”

সৈয়দপুর, নীলফামারী

সৈয়দপুর পৌর বিএনপির উদ্যোগে বুধবার বিকেলে শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আলহাজ মো. রশিদুল হক সরকার। বক্তারা বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের ভোটে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। বিএনপি জনগণের পাশে থেকে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে।”

মানিকছড়ি, খাগড়াছড়ি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বুধবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি মো. এনামুল হক এনামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু তালেব। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর।

সিংড়া, নাটোর

নাটোরের সিংড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বুধবার দুপুরে কোর্ট মাঠ চত্বরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ, ইউনিয়ন ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফয়জুন্নেছা পুতুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নাটোর-৩ (সিংড়া) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান চৌধুরী বাবুল, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদ, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, মো. সাখাওয়াত হোসেন সাখা, তায়েজুল ইসলাম, শারফুল ইসলাম বুলবুল, ব্যারিস্টার ইউসুফ আলী প্রমুখ।

নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। বুধবার দুপুর ১টায় চেয়ারম্যান মার্কেট থেকে একটি মিছিল শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি ইব্রাহিম ভুইয়া রেনুর সভাপতিত্বে এবং ইয়াছিন মাহমুদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, মো. কাদির মিয়া, সাবেক সদস্য সচিব মো. আজিজুর রহমান চৌধুরী, সহ-সভাপতি একেএম খালেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহে আলম এবং সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজদু মিয়া।

সাটুরিয়া, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বুধবার সকাল ১১টায় বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবুল বাশার সরকারের সঞ্চালনায় সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাকালীন লক্ষ্য-উদ্দেশ্য এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

ফুলবাড়ী, কুড়িগ্রাম

৩ সেপ্টেম্বর, বুধবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা কাচারি মাঠ থেকে বিএনপি ফুলবাড়ী শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় কাচারি মাঠে ফিরে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সভাপতি আনছার আলী, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক ছাত্রদল ও যুবদলের সভাপতি শামসুজ্জামান হাসু, যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচএম বাবুল, কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান খন্দকার, ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বড়াই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকু, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মুসাব্বির আলী মুছা, জেলা ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মইনুদ্দিন সেলিমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

উজিরপুর, বরিশাল

বরিশালের উজিরপুরে ৩ সেপ্টেম্বর, বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খানের নেতৃত্বে র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ডাকবাংলোতে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

কলাপাড়া, পটুয়াখালী

পটুয়াখালীর কলাপাড়ায় ৩ সেপ্টেম্বর, বুধবার সকাল ১১টায় উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৩ সেপ্টেম্বর, বুধবার সকালে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে ফিরে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডলের সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, গোলাম ইয়াসিন, সাখাওয়াত হোসেন তৌহিদ এবং রফিকুল ইসলাম শান্ত।

চিলমারী, কুড়িগ্রাম

চিলমারীতে ৩ সেপ্টেম্বর, বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাম্পের মোড় এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু হানিফার সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক মো. ফজলুল হক, সাদাকাত হোসেন সাজু প্রমূখ।

তাড়াশ, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশে ৩ সেপ্টেম্বর, বুধবার সকাল ১১টায় উপজেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি তাড়াশ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদ্যসাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রার্থী স.ম আফসার আলী, সদ্য সাবেক সাধারণ সম্পাদক এটি এম আমিনুর রহমান টুটুল, যুবদলের আহ্বায়ক শাহালম ফকির, সদস্য সচিব রাজিব আহম্মেদ মাসুম, ছাত্রদলের সদস্য সচিব মো. শাহাদাৎ হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন, সদস্য সচিব সাইফুল খান, তাঁতীদলের সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

কাপাসিয়া, গাজীপুর

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি কাপাসিয়া সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা এবং সিনিয়র নেতা ফকির মোঃ মমতাজ উদ্দিন রেনু। পরে উপজেলা পরিষদ সংলগ্ন সদর সড়কে এক সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ইন্দুরকানী, পিরোজপুর

পিরোজপুরের ইন্দুরকানীতে ২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে ছিল কচা নদীতে মৎস্য অবমুক্তকরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, চৌরাস্তা মসজিদ সংলগ্ন এবং লঞ্চঘাট সংলগ্ন গোপাল মুচির বাড়িতে টিউবওয়েল স্থাপন এবং এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে ফুটবল প্রতিযোগিতা। এসব কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি মো: ফরিদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

শাহজাদপুর, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৩ সেপ্টেম্বর বুধবার সকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শাহজাদপুর প্রেস ক্লাব চত্বর থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবার হোসেন হিরুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ড. এম এ মুহিত, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, সাবেক সহ-সভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ এবং সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন হোসেন।

শ্রীপুর, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে ৩ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টায় শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে একটি আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো: বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় মাওনা উড়াল সেতুর নিচে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু।

সরিষাবাড়ী, জামালপুর

জামালপুরের সরিষাবাড়ীতে ৩ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টার দিকে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হয়ে পৌরসভা চত্বর পর্যন্ত প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি একেএম ফয়জুল কবির তালুকদার শাহীন।

শেরপুর, বগুড়া

বগুড়ার শেরপুরে ৩ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া ৫ ও ৬ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজের ছেলে শেরপুর উপজেলা ও বগুড়া জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী।

ঘোড়াঘাট, দিনাজপুর

দিনাজপুরের ঘোড়াঘাটে ৩ সেপ্টেম্বর বুধবার দুপুর সাড়ে ১২টায় পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন।

কামারখন্দ, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ৩ সেপ্টেম্বর বুধবার সকালে জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় উপজেলা কার্যালয়ের সামনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান।

বেতাগী, বরগুনা

বরগুনার বেতাগীতে ৩ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাগুলো উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেতাগী বাসস্ট্যান্ডে পথসভায় মিলিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ূন কবির মল্লিকের নেতৃত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াস খান, পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম সিদ্দিকী এবং উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী প্রভাষক আমিনা বেগম।

কেন্দ্রীয় নেতাদের বক্তব্য

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি মুক্তবাজার অর্থনীতির পথে বাংলাদেশকে এগিয়ে নিয়েছিলেন।” তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। বর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা প্রস্তাব দিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো সংস্কারের রূপরেখা দিয়েছেন।” তিনি জোর দিয়ে বলেন, “বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশকে রক্ষার একমাত্র দল হিসেবে জনগণের প্রত্যাশার প্রতীক।”

বিএনপির সাত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন।

বিএনপির এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের রাজনৈতিক সংকট মোকাবিলায় দলটির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।