Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন যে, জাতীয় পার্টির (জাপাএন) বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই, কারণ তারা ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহায়তা করেছে। রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, "বাংলাদেশের সংস্কার হবে, নির্বাচন হবে ও নতুন সংবিধান হবে। এটা জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি।" এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে ছিলেন।

চীনের সরকারি সফর শেষে রোববার রাতে দেশে ফিরেই নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির ৮ সদস্যের প্রতিনিধিদল সরাসরি ঢামেক হাসপাতালে যায়।