Image description

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, নুরের নাকের ও চোয়ালের হাড় পুরোপুরি ঠিক হতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগতে পারে। এছাড়া, তার চোখে জমাট বাঁধা রক্ত ঠিক হতে এক থেকে দুই সপ্তাহ লাগবে। তিনি আরও জানান যে নুরকে নরমাল খাবার খেতে বলা হয়েছে, তবে খাবার খাওয়ার সময় তিনি কিছুটা ব্যথা অনুভব করছেন।

নুরের চিকিৎসকরা জানিয়েছেন, আঘাতের পর তার নাক থেকে রক্তক্ষরণ হয়ে কিছু অংশ শ্বাসনালীতে চলে গিয়েছিল, যা গতকাল কাশির সঙ্গে বের হয়ে এসেছে। এতে চিন্তার কিছু নেই। সবমিলিয়ে তার অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হচ্ছে।