নির্বাচন পেছানোর কোনো অজুহাত মানব না: ডা. এজেডএম জাহিদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠান জনগণের দাবি। কোনো অজুহাতেই এই নির্বাচন পেছানো যাবে না।
তিনি একটি ইসলামী দলের সমালোচনা করে বলেন, “মুখে ইসলামের কথা বলে, কিন্তু জনগণের পাশে থাকে না। বিএনপির সমালোচনার আগে তাদের নিজেদের চেহারা আয়নায় দেখা উচিত।”
শনিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা ছিদ্দীকি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌরমেয়র ময়জুল করিম ময়ুন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, জেলা আহ্বায়ক কমিটির সদস্য নাসের উদ্দিন মিঠু এবং কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু।
ডা. জাহিদ আরও বলেন, “বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী এবং তা বাস্তবায়নের জন্য কাজ করে। জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে।”
Comments