
ঢাকায় নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বুধবার বিকেলে পল্টন মোড়ে সড়ক অবরোধ করেন। এর ফলে ঐ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
গণঅধিকার পরিষদের সদস্যরা তাদের নেতা নুরুল হক নুরসহ দলের অন্য সদস্যদের ওপর হামলার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন। একই সাথে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।
এর আগে, একই দিন দুপুর ১২টার দিকে কুড়িলের ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০ শ্রমিক তাদের বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেন। প্রায় ৪ ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তারা সড়ক থেকে সরে যান এবং যান চলাচল স্বাভাবিক হয়।
Comments