Image description

গত এক বছরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রায় ১৮ হাজার ৬৩১ কোটি টাকা বৈদেশিক বিদ্যুৎ বিল পরিশোধ করেছে। এর মধ্যে ভারতের আদানি পাওয়ার লিমিটেডকে দেওয়া হয়েছে প্রায় ৫ হাজার কোটি টাকা। এই বিপুল অঙ্কের বিল পরিশোধের ফলে আদানির কাছে বকেয়া ৭ হাজার ৯৩৪.৮৯ কোটি টাকা থেকে কমে দাঁড়িয়েছে মাত্র ২ হাজার ৩৬৩.৫০ কোটি টাকায়।

সরকার কেবল বকেয়া পরিশোধই করেনি, একই সময়ে বিদ্যুৎ খাতে ৬ হাজার ৪৭৯ কোটি টাকার বেশি সাশ্রয় করেছে। তরল জ্বালানি আমদানির সার্ভিস চার্জ কমানো, জ্বালানি শিপমেন্ট বড় করা এবং ট্যারিফ হ্রাসের মতো কার্যকর পদক্ষেপগুলো এই সাশ্রয়কে সম্ভব করেছে।

বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। 'নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা-২০২৫' অনুযায়ী, এই বছরের ডিসেম্বরের মধ্যে গ্রিডে ২০০০–৩০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যোগ করার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে রুফটপ সোলার এবং অন্যান্য সৌর বিদ্যুৎ প্রকল্পে জোর দেওয়া হচ্ছে।

বিদ্যুৎ খাতে ভর্তুকি চাহিদা গত বছরের ৪৭ হাজার কোটি টাকা থেকে কমিয়ে এবার ৩৭ হাজার কোটি টাকায় আনা হয়েছে। এছাড়াও, বিদ্যুৎ ব্যবস্থাপনার উন্নয়নে ফ্রিকোয়েন্সি স্থিতিশীলতা এবং গ্রিড ব্যবস্থাপনার উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক উপকেন্দ্রের অনুমোদন কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে।