
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের তিক্ত অভিজ্ঞতা হলেও জিম্বাবুয়ের সিকান্দার রাজা ছিলেন দুর্দান্ত ছন্দে। দুই ম্যাচেই হাফসেঞ্চুরি করা এই অলরাউন্ডার এবার পেলেন সুখবর। আইসিসির সর্বশেষ হালনাগাদ র্যাংকিংয়ে ওয়ানডের অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন তিনি।
৩০২ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছেন রাজা। সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে তিনি দুই ফিফটিতে করেছেন ১৫১ রান, গড় ১৫১ এবং স্ট্রাইক রেট ১০৬.৩৩। বোলিংয়েও পেয়েছেন একটি উইকেট। তার উন্নতির ফলে পিছিয়ে গেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই (২৯৬) ও মোহাম্মদ নবি (২৯২), যারা এখন যথাক্রমে দুই ও তিনে।
ব্যাটারদের ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষে আছেন শুবমান গিল (৭৮৪ পয়েন্ট)। এরপরের অবস্থানগুলোতে রয়েছেন রোহিত শর্মা (৭৫৬), বাবর আজম (৭৩৯), বিরাট কোহলি (৭৩৬), ড্যারেল মিচেল (৭২০) ও চারিথ আসালাঙ্কা (৭১৬)। বড় লাফ দিয়েছেন শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা—৭ ধাপ এগিয়ে তিনি এখন ১৩ নম্বরে। সিরিজে একটি সেঞ্চুরি (১২২) এবং মোট ১৯৮ রান করে হয়েছেন সিরিজসেরা। তবে কুশল মেন্ডিস এক ধাপ পিছিয়ে নেমেছেন ১২ নম্বরে।
বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজ (৬৯০ পয়েন্ট)। শ্রীলঙ্কার মাহিশ থিকশানা নেমে গেছেন দুইয়ে (৬৫৯ পয়েন্ট)। সদ্য শেষ হওয়া সিরিজে কোনো উইকেট না পেলেও সর্বোচ্চ ৫ উইকেট ভাগাভাগি করেছেন আসিথা ফার্নান্দো ও দিলশান মাদুশঙ্কা। বিশেষ করে মাদুশঙ্কা ২৯ আগস্ট হারারেতে প্রথম ওয়ানডেতে শেষ ওভারে হ্যাটট্রিক নিয়ে লঙ্কানদের এনে দেন ৭ রানের নাটকীয় জয়। র্যাংকিংয়ে ৬ ধাপ এগিয়ে আসিথা উঠেছেন ৩১ নম্বরে, আর মাদুশঙ্কা ৮ ধাপ এগিয়ে ৫২ নম্বরে।
টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে ৮২৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা। এ তালিকায় শীর্ষ ১৭ জনের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশের দিক থেকে সবচেয়ে ভালো অবস্থানে আছেন তানজিদ হাসান তামিম। নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে ৮ ধাপ এগিয়ে তিনি এখন ৩৬ নম্বরে (৫৬২ পয়েন্ট)। দুই ম্যাচে করেছেন ৮৩ রান, দ্বিতীয় ম্যাচে ৪০ বলে খেলেন অপরাজিত ৫৪ রানের ইনিংস।
Comments