Image description

পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার জাতীয় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, হুগলি জেলার তারকেশ্বর থেকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের দিকে যাচ্ছিল দ্রুতগতির বাসটি। ফাগুপুর এলাকায় জাতীয় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, আহত ৩৫ জনকে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে এবং বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে। পুলিশের প্রাথমিক ধারণা, বাসের চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত ১০ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, জাতীয় মহাসড়কের পাশে সার্ভিস রোড থাকা সত্ত্বেও ট্রাকগুলো প্রায়শই মূল সড়কের ওপর দাঁড়িয়ে থাকে যা দুর্ঘটনার কারণ হয়। তারা দাবি করেছেন, এই বিষয়ে বারবার অভিযোগ জানানো হলেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না। এর ফলে এই স্থানে প্রায়শই দুর্ঘটনা ঘটে থাকে।