
ভারতের রাজধানী দিল্লির মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থলের কাছে একটি ভবনের ছাদ ধসে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় দিল্লির নিজামউদ্দিন এলাকায় একটি দরগাহর ছাদ ধসে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এরই মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন অনুযায়ী, মূল সমাধি চত্বরের বাইরে অন্য একটি ভবনের ছাদ ধসে এই দুর্ঘটনা ঘটে। এটি ষোড়শ শতাব্দীর ধর্মীয় স্থাপনা ও বাগানের একটি অংশ। এক যাচাই-অযোগ্য প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২৫-৩০ বছরের পুরোনো ভবনটির ছাদ ধসের সময় ১৫ থেকে ২০ জন ভেতরে ছিলেন।
দিল্লি পুলিশ, ফায়ার সার্ভিস এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে। দক্ষিণ-পূর্ব জেলার ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) হিন্দুস্তান টাইমসকে নিশ্চিত করেছেন, মোট ১০ থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, খবর পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
হুমায়ুনের সমাধিসৌধটি মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন এবং এটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর অন্যতম। হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট। যিনি ১৫৩০ সালে তার বাবা বাবরের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন।
Comments