Image description

আজ ১ সেপ্টেম্বর, সোমবার। ইতিহাসের পাতায় এই দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হয়ে আছে। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা, এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যু।

ঘটনাবলী

১৯০৫: ব্রিটিশ রাজ বঙ্গভঙ্গের নির্দেশ জারি করে।

১৯১৪: রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের নাম পরিবর্তন করে পেট্রোগ্রাড রাখা হয়।

১৯২৩: জাপানের টোকিও ও ইয়োকোহামায় ভয়াবহ ভূমিকম্পে ২ লক্ষ মানুষ নিহত হয়।

১৯৩৯: জার্মানীর সেনারা পোল্যান্ড আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।

১৯৬৯: সামরিক অভ্যুত্থানের মাধ্যমে কর্নেল গাদ্দাফি লিবিয়ার ক্ষমতা দখল করেন।

১৯৭৮: বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার ঘোষণা দেন।

১৯৮৫: ১৯১২ সালে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।

জন্ম

১৮৭৭: ফ্র্যান্সিস অ্যাস্টন, নোবেলজয়ী ইংরেজ রসায়নবিদ।

১৯১৮: মুহাম্মদ আতাউল গণি ওসমানী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি।

১৯৩৫: মুস্তাফা মনোয়ার, বাংলাদেশি চিত্রশিল্পী।

মৃত্যু

১৯৫০: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিখ্যাত ঔপন্যাসিক।

১৯৭০: ফ্রাঁসোয়া মরিয়াক, নোবেলজয়ী ফরাসি সাহিত্যিক।

১৯৭৪: গুরু অমর দাস চতুর্থ, শিখ ধর্মগুরু।