Image description

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিহারি ক্যাম্পে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। বুধবার (১৮ জুন) গভীর রাতে দেড় ঘণ্টাব্যাপী এই অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও সেনাবাহিনীর পোশাকের কাপড়সহ দুই নারীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন ফারজানা আক্তার (৩০) ও আয়েশা বেগম (৫০)। তাদের কাছ থেকে ১৭ পিস ছোট-বড় বিভিন্ন দেশীয় অস্ত্র, নগদ সাত হাজার ১১৩ টাকা, ৮৪ রোল ও ২০০ গ্রাম গাঁজা, ১১টি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল পাল্লা জব্দ করা হয়েছে। এছাড়াও তাদের কাছে সেনাবাহিনীর পোশাকের কাপড় পাওয়া গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানিয়েছেন, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে পরিচালিত এই অভিযানে আটককৃত দুই নারীকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।