
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও দুজন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৬ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া দুজনই পুরুষ। একজনের বয়স ২১ থেকে ২৫ বছরের মধ্যে। আরেকজনের বয়স ৩১ থেকে ৩৫ বছরের মধ্যে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে, ১০৬ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৮১ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭০২ জন।
২০২৪ এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা যান ৫৭৫ জন।
Comments