
টি-টোয়েন্টি ফরম্যাটে ২০২৫ সালের এশিয়া কাপ আজ, ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই টুর্নামেন্টের মোট ১৯টি ম্যাচ দুবাই ও আবুধাবির দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
অংশগ্রহণকারী দল:
গ্রুপ এ: ভারত, পাকিস্তান, ওমান, সংযুক্ত আরব আমিরাত
গ্রুপ বি: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং
ভেন্যু: দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম: ১১টি ম্যাচ
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি: ৮টি ম্যাচ
গ্রুপ পর্বের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
৯ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম হংকং, রাত ৮:৩০ (আবুধাবি)
১০ সেপ্টেম্বর: ভারত বনাম আরব আমিরাত, রাত ৮:৩০ (দুবাই)
১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং, রাত ৮:৩০ (আবুধাবি)
১২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ওমান, রাত ৮:৩০ (দুবাই)
১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, রাত ৮:৩০ (আবুধাবি)
১৪ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান, রাত ৮:৩০ (দুবাই)
১৫ সেপ্টেম্বর: আরব আমিরাত বনাম ওমান, সন্ধ্যা ৬:০০ (আবুধাবি)
১৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম হংকং, রাত ৮:৩০ (দুবাই)
১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান, রাত ৮:৩০ (আবুধাবি)
১৭ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম আরব আমিরাত, রাত ৮:৩০ (দুবাই)
১৮ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, রাত ৮:৩০ (আবুধাবি)
১৯ সেপ্টেম্বর: ভারত বনাম ওমান, রাত ৮:৩০ (আবুধাবি)
সুপার ফোর ও ফাইনালের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
সুপার ফোর:
২০ সেপ্টেম্বর: বি১ বনাম বি২, রাত ৮:৩০ (দুবাই)
২১ সেপ্টেম্বর: এ১ বনাম এ২, রাত ৮:৩০ (দুবাই)
২৩ সেপ্টেম্বর: এ২ বনাম বি১, রাত ৮:৩০ (আবুধাবি)
২৪ সেপ্টেম্বর: এ১ বনাম বি২, রাত ৮:৩০ (দুবাই)
২৫ সেপ্টেম্বর: এ২ বনাম বি২, রাত ৮:৩০ (দুবাই)
২৬ সেপ্টেম্বর: এ১ বনাম বি১, রাত ৮:৩০ (দুবাই)
ফাইনাল:২৮ সেপ্টেম্বর: ফাইনাল, রাত ৮:৩০ (দুবাই)
Comments