মুরাদনগরে মাছ ধরার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে দিয়েছে প্রশাসন

কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে মাছ শিকারে ব্যবহৃত বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১ লক্ষ টাকা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথসহ অন্যান্য কর্মচারীরা।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান বলেন, দেশিয় প্রজাতির মাছ রক্ষায় এবং জনস্বার্থে অবৈধ জাল দিয়ে মাছ শিকারিদের বিরুদ্ধে আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Comments