Image description

নেপালের বিপক্ষে বাংলাদেশের আসন্ন দুই প্রীতি ম্যাচে খেলছেন না বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ মিডফিল্ডার হামজা চৌধুরী। আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে অনুষ্ঠিতব্য এই ম্যাচগুলোর জন্য হামজাকে দলে পাওয়ার আশা থাকলেও, লেস্টার সিটির সূচি ও তার শারীরিক অবস্থার কারণে তিনি এই সফরে থাকছেন না।

মঙ্গলবার বাফুফে ভবনে সাংবাদিকদের এই খবর নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। তিনি জানান, গত শুক্রবার ইংলিশ চ্যাম্পিয়নশিপে বার্মিংহাম সিটির বিপক্ষে খেলার সময় হামজা কিছুটা আঘাত পান। যেহেতু আগামী ১৩ সেপ্টেম্বর লেস্টার সিটির খেলা রয়েছে, তাই ক্লাবের সূচি ও তার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনা করে তার এজেন্ট বাফুফেকে জানিয়েছে যে হামজা নেপাল সফরে খেলতে পারবেন না।

উল্লেখ্য, কোচ হাভিয়ের ক্যাবরেরার তালিকায় হামজা চৌধুরী ছিলেন, এবং বাফুফে লেস্টার সিটিকে এ ব্যাপারে আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছিল। যদিও ফিফার নিয়ম অনুযায়ী ক্লাবগুলো আন্তর্জাতিক উইন্ডোর ৪৮ ঘণ্টা আগে খেলোয়াড় ছাড়তে বাধ্য, তবুও ভবিষ্যতের সুসম্পর্ক বজায় রাখতে ফেডারেশন এক্ষেত্রে নমনীয়তা দেখিয়েছে।

বার্মিংহাম সিটির বিপক্ষে ম্যাচে হামজা প্রথম একাদশে ছিলেন। প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষের পর তিনি খুঁড়িয়ে হাঁটেন এবং মাঠ ছাড়তে বাধ্য হন। যদিও তার চোটের বিষয়ে লেস্টার সিটি বা ইংলিশ গণমাধ্যম থেকে এখনো বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।