Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হাতে থাকা রামদা, ছুরি, রডসহ সব দেশি অস্ত্র ফেরত দেওয়ার জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৩১ আগস্ট) ক্যাম্পাস সংলগ্ন জোবরা গ্রামের বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এই সংঘর্ষের সময় শিক্ষার্থীরা নিরাপত্তা দপ্তর থেকে তালা ভেঙে ১৩০টি দেশি অস্ত্র ও রড লুট করে নিয়ে যায় বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। এই অস্ত্রগুলো এর আগে বিভিন্ন আবাসিক হলে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছিল।

সহকারী প্রক্টর অধ্যাপক মো. বজলুর রহমান জানান, নিরাপত্তা দপ্তরের ছয়টি তালা ভেঙে শিক্ষার্থীরা এই অস্ত্রগুলো নিয়ে যায়। তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ দেখার চেষ্টা করা হচ্ছে, তবে তারা চান শিক্ষার্থীরা স্বেচ্ছায় অস্ত্রগুলো ফেরত দিক। বিজ্ঞপ্তি জারির পর দুই ঘণ্টার মধ্যেই পাঁচটি দা জমা পড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার দিবাগত রাত থেকে রোববার দুপুর পর্যন্ত চলা এই সংঘর্ষে দুই পক্ষের প্রায় ২২০ জন আহত হন, যার মধ্যে প্রায় ২০০ জনই শিক্ষার্থী। একটি বাসার দারোয়ান এক ছাত্রীকে মারধরের গুজব থেকে এই সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষে দুই পক্ষই রামদা, রড, পাইপ ও লাঠির মতো দেশি অস্ত্র ব্যবহার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোববার দুপুর থেকে ক্যাম্পাস সংলগ্ন ২ নম্বর গেট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে, যা এখনো বহাল আছে।