Image description

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে আগামী নির্বাচনের পরিবেশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সাতটি রাজনৈতিক দল ও হেফাজতে ইসলামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বৈঠকে নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় গণফ্রন্টের প্রতিনিধিরা অংশ নেন। এর আগে গত রোববার প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে আলোচনা করেন।

জোনায়েদ সাকি বলেন, সরকার প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন করতে ব্যর্থ হয়েছে, ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিষ্ঠানগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এটি নির্বাচনী পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি আরও জানান, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু করতে জাতীয় ঐকমত্য কমিশন ও নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে একটি সমন্বয় কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়েছে।

বিচার ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, দৃশ্যমান বিচার নিশ্চিত করার পাশাপাশি সংস্কার বাস্তবায়নের পদ্ধতিও গুরুত্বপূর্ণ। সংবিধান–সংশ্লিষ্ট নয়, এমন বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য থাকলে সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে, যা পরবর্তীতে সংসদে বৈধতা পাবে।