Image description

ওয়েলসের সবচেয়ে পুরোনো এবং বিশ্বের তৃতীয় পুরোনো পেশাদার ফুটবল ক্লাব রেকস্যাম এফসি ৪৩ বছর পর ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে জয়ের দেখা পেয়েছে। ১৯৮১-৮২ মৌসুমের পর এই প্রথম তারা চ্যাম্পিয়নশিপের ম্যাচে জয় পেল। গত ম্যাচে মিলওয়াল এফসিকে ২-০ গোলে হারিয়ে এই ঐতিহাসিক জয় নিশ্চিত করে তারা।

রেকস্যাম একসময় রেকর্ড ২৩ বার ওয়েলস কাপ জিতলেও ১৯৯৫ সালের পর তাদের পারফরম্যান্সের পতন শুরু হয়। এক সময় ক্লাবটি পঞ্চম স্তরে নেমে গিয়েছিল। তবে হলিউড তারকা রায়ান রেনল্ডস এবং রব ম্যাকএলহেনি যৌথভাবে ক্লাবটি কিনে নেওয়ার পর এর ভাগ্য বদলে যায়।

গত তিন মৌসুমে অবিশ্বাস্যভাবে রেকস্যাম পঞ্চম স্তর থেকে চতুর্থ, চতুর্থ থেকে তৃতীয় এবং তৃতীয় স্তর থেকে দ্বিতীয় স্তরে উঠে এসেছে। ইংলিশ ফুটবল লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা তিন মৌসুমে এমন প্রমোশন পাওয়ার রেকর্ড গড়েছে তারা। ফুটবল আর্থিক বিশেষজ্ঞদের মতে, বর্তমানে ক্লাবটির মূল্য প্রায় ১৫ কোটি পাউন্ড, যা গত চার বছরে ৭,৪০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দ্বিতীয় স্তরে রেকস্যামের শুরুটা অবশ্য খুব ভালো ছিল না; প্রথম তিন ম্যাচে দুটি হার ও একটি ড্র ছিল। তবে চতুর্থ ম্যাচে মিলওয়ালের বিপক্ষে এই দারুণ জয় দলের সমর্থকদের মনে নতুন করে আশার সঞ্চার করেছে। খেলার ৫৮তম মিনিটে এগিয়ে যাওয়ার পর যোগ করা সময়ের ১৮তম মিনিটে আরও একটি গোল করে রেকস্যাম। এই জয় তাদের হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধারের পথে এক বড় পদক্ষেপ।