Image description

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয়ের জন্য ১৩৭ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান করেছে নেদারল্যান্ডস। শনিবার (৩০ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই ম্যাচটি। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক।

শুরুতেই আগ্রাসী ব্যাটিং শুরু করেন নেদারল্যান্ডসের ওপেনার ম্যাক্স ও'ডাউড। তার ব্যাটে ভর করে ৩ ওভারেই ২৫ রান তোলে ডাচরা। তবে দলের অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ বল হাতে নিয়েই ভয়ংকর হয়ে ওঠেন। ইনিংসের চতুর্থ ওভারে প্রথম বলেই ওপেনার ও'ডাউডকে (১৪ বলে ২৩ রান) সাজঘরে ফেরান তিনি। পরের ওভারে এসে আরও এক ওপেনার বিক্রমজিৎ সিংকেও (১১ বলে ৪) আউট করেন তাসকিন।

দুই বছর পর দলে ফেরা অলরাউন্ডার সাইফ হাসানও দারুণ পারফরম্যান্স দেখান। প্রথমবার বল হাতে নিয়েই দুই উইকেট শিকার করেন তিনি। ইনিংসের ১০ম ওভারে তেজা নিদারামানুরু (২৬ বলে ২৬) ও স্কট এডওয়ার্ডসকে (৭ বলে ১২) ফিরিয়ে ডাচদের চাপে ফেলেন সাইফ। এরপর মোস্তাফিজুর রহমান শরিজ আহমেদকে (১৪ বলে ১৫) আউট করেন।

নেদারল্যান্ডস এক সময় ১০০ রানের আশপাশে থেমে যেতে পারত, কিন্তু অষ্টম উইকেটে টিম প্রিংগেল ও আরিয়া দত্তের ১৫ বলে ২৭ রানের জুটিতে তাদের পুঁজি কিছুটা বাড়ে। প্রিংগেল ১৪ বলে ১৬ রান করে শেষ বলে রানআউট হন, আর আরিয়া ৮ বলে ১৩ রানে অপরাজিত থাকেন।

বল হাতে বাংলাদেশের পক্ষে ২৮ রানে ৪ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। এছাড়া সাইফ হাসান ২টি এবং মোস্তাফিজুর রহমান ১টি উইকেট পান।