Image description

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চাঁদা আদায়ের অভিযোগে ছাত্রদল নেতা জামিল চৌধুরী ও তার সহযোগী মোনায়েম খানকে ৯০ হাজার টাকাসহ আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার কালিকাপুর গ্রামে এই ঘটনা ঘটে।

সেনাবাহিনী মাধবপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জামিল চৌধুরী ও তার সহযোগীরা ডিসলাইনের ব্যবসায়ী অরুপ চৌধুরীকে আটকে রেখে দেড় লাখ টাকা চাঁদা দাবি করছেন। পরে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চাঁদার ৯০ হাজার টাকাসহ তাদের দুজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা পানেল মিয়া, মো. রোকন ও নির্জন মিয়া পালিয়ে যায়।

শুক্রবার সকালে সেনাসদস্যরা আটককৃতদের মাধবপুর থানায় হস্তান্তর করে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্যা জানান, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, “কারও ব্যক্তিগত অপরাধের দায় ছাত্রদল নেবে না। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সময়ের মধ্যে জামিল চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”