
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যানজটে আটকে পড়া দুটি মাইক্রোবাসে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। সংঘবদ্ধ ডাকাত দল মাইক্রোবাসের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করেছে। ঘটনাটি শুক্রবার (১৫ আগস্ট) ভোর রাতে মহাসড়কের শাহবাজপুর ব্রিজ এলাকায় ঘটেছে।
ডাকাতির শিকার একটি মাইক্রোবাসের যাত্রী এবং এমএইচসি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি রুবেল আরিফ জানান, তারা কয়েকজন বন্ধু মিলে সিলেটে বেড়াতে যাচ্ছিলেন। শাহবাজপুর এলাকায় যানজটে তাদের মাইক্রোবাস আটকে পড়ে। ভোর রাত পৌনে ৪টার দিকে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের মাইক্রোবাসে এবং পাশের আরেকটি মাইক্রোবাসে হামলা করে। তারা তাদের গাড়ি থেকে নগদ ২ লাখ টাকা, ৫টি দামি মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। পাশের মাইক্রোবাস থেকেও লক্ষাধিক টাকা এবং ৩ থেকে ৪টি মোবাইল ফোন লুট করা হয়েছে বলে তিনি জানান।
রুবেল আরিফ আরও জানান, ঘটনার কয়েক মিনিটের মধ্যেই সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) আবীর আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়।
প্রসঙ্গত, গত বুধবার রাতে মহাসড়কের বিশ্বরোড মোড় গোলচত্বর এলাকায় একটি বালিবাহী ট্রাক বিকল হওয়ায় বৃহস্পতিবার দিনভর প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এর জের ধরে বৃহস্পতিবার রাতেও ওই এলাকায় যানজট অব্যাহত ছিল, যা ডাকাতির এই ঘটনার পটভূমি তৈরি করে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী জানান, বিশ্বরোড এলাকায় যানজট নিয়ন্ত্রণে ব্যস্ত থাকায় তিনি ডাকাতির ঘটনা সম্পর্কে কিছু জানেন না।
একইভাবে, বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, যানজট নিয়ন্ত্রণে ব্যস্ত থাকায় এবং ঘটনাস্থল সরাইল থানা পুলিশের এলাকাভুক্ত হওয়ায় তিনি ডাকাতির খবর পাননি।
Comments