Image description

নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিয়মিত ৪০ দিন মসজিদে জামায়াতে নামাজ আদায় করায় ৩৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে হাওলাদার পুকুর ইসলামী পাঠাগার। পুরস্কার হিসেবে বাইসাইকেলসহ বিভিন্ন উপহার দেওয়া হয়।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের হাওলাদার পুকুর ইসলামী পাঠাগারের উদ্যোগে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি এম.এ.এস সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আমেরিকান প্রবাসী ওমর আলী রাজ এবং চাপরাশিরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আনোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি সামছুদ্দিন মাসুদ, চাপরাশিরহাট ফাযিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবু মোহাম্মদ ইছহাকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অতিথিরা নিয়মিত জামায়াতে নামাজ আদায়কারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া হাওলাদার পুকুর ইসলামী পাঠাগারের পক্ষ থেকে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৩০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে টিউবওয়েল বিতরণ করা হয়।