Image description

ব্রাজিলের ফুটবলাঙ্গনে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। রিভার আতলেতিকো ক্লাবে দে পিয়াউইর হয়ে খেলা ১৬ বছর বয়সী কিশোর ফুটবলার আলেক্স মারিয়ানো নাসিমেন্তো মউরাকে স্কুলে ঢুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ব্রাজিলের স্থানীয় গণমাধ্যম 'গ্লোবো'র মাধ্যমে জানা গেছে।

ব্রাজিলের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে তেরেসিনার একটি স্কুলের ক্লাসরুম থেকে আলেক্সকে টেনে বের করে আনা হয়। সামরিক পুলিশের মতে, হেলমেট পরা একজন ব্যক্তি স্কুলের দেয়াল টপকে ঢুকে আলেক্সকে লক্ষ্য করে অন্তত চারবার গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ এলাকাটি ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে।

আলেক্সের পরিবার জানিয়েছে, সে ভালো ছেলে ছিল এবং ফুটবলের প্রতি তার গভীর আগ্রহ ছিল। তার চাচা বলেছেন, আলেক্সের কোনো খারাপ কাজে জড়িত থাকার প্রমাণ তাদের জানা নেই।

আলেক্সের ক্লাব রিভার আতলেতিকো দে পিয়াউই এক বিবৃতিতে শোক প্রকাশ করে বলেছে, "মারিয়ানো ছিল স্বপ্নবাজ, নিবেদিতপ্রাণ, প্রাণবন্ত ও দলীয় চেতনায় অনুপ্রাণিত এক তরুণ।" ক্লাবটি এই ঘটনার ন্যায়বিচার দাবি করেছে।

তবে 'গ্লোবো'র আরেকটি প্রতিবেদন অনুযায়ী, এই হত্যাকাণ্ডের পেছনে একটি অপরাধী গোষ্ঠীর হাত থাকতে পারে। সিভিল পুলিশের উপ-কমিশনার ফ্রান্সিসকো কস্তা দাবি করেছেন, মারিয়ানোও অপরাধে জড়িত ছিল। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র হাতে ছবি পোস্ট করেছিল এবং স্কুলে মাদক সেবন করত। কস্তা আরও জানান, সিসিটিভি ক্যামেরার আওতার বাইরের একটি স্থানে মাদক সেবনের সময় তাকে গুলি করা হয়। পুলিশ অভিযুক্তদের শনাক্ত করেছে এবং তাদের বক্তব্য নিচ্ছে।