Image description

ভারতের রাজস্থানে এক নারী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। সিরোহী জেলার দল পুরো ইনিংসে মাত্র ৪ রানে অলআউট হয়েছে যেখানে দলের ১০ জন ব্যাটারই কোনো রান করতে পারেননি। একমাত্র ব্যাটার ২ রানে অপরাজিত থাকলেও দলের বাকি ২টি রান এসেছে ওয়াইড থেকে।

জয়পুরের সীকর দলের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে সিরোহী জেলার এই দলটি মাত্র ৪ রানে গুটিয়ে যায়। এর মধ্যে ১০ জন খেলোয়াড়ই রানের খাতা না খুলে প্যাভিলিয়নে ফেরেন। জয়ের জন্য ৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সীকরের দল এক বলেই জয় তুলে নেয় কারণ সেই বলেই ৪টি ওয়াইড হয়।

এই ঘটনার পর রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন জরুরি ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং সিরোহী জেলার সব নির্বাচককে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘদিন ধরে জেলার ক্রিকেটে চলমান অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও অনুশীলন বন্ধ থাকার কারণে এমন ফল অপ্রত্যাশিত ছিল না বলে অনেকেই মনে করছেন।