
মাত্র ১৩ বছর বয়সে মহিলা ফিদে মাস্টার (WFM) খেতাব অর্জন করে বাংলাদেশের দাবা অঙ্গনে নতুন এক সাফল্যের পালক যুক্ত করেছেন প্রতিভাবান দাবাড়ু ওয়াসরিয়া খুশবু। সম্প্রতি বিশ্ব দাবা সংস্থা (FIDE) তার বর্তমান রেটিং ২১৪৫ হওয়ায় এই সম্মানজনক খেতাবটি প্রদান করে।
আন্তর্জাতিক দাবা ফেডারেশনের নিয়ম অনুযায়ী, কোনো নারী দাবাড়ু ২১০০ রেটিং অর্জন করলে মহিলা ফিদে মাস্টার হওয়ার জন্য আবেদন করতে পারেন। খুশবু এই শর্ত পূরণ করে বাংলাদেশের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করলেন।
তবে এই অর্জনের পেছনের সংগ্রামের কথা জানিয়ে খুশবু বলেন, গত দুই বছর বাবার চাকরি না থাকায় তার নিয়মিত প্রশিক্ষণ ব্যাহত হয়েছে। আর্থিক সংকটের কারণে তিনি শ্রীলঙ্কায় জোন ৩.২ খেলায় অংশ নিতে পারেননি, ফলে কাঙ্ক্ষিত WIM খেতাবটিও অর্জন করা সম্ভব হয়নি। তিনি দেশের রেটিং বাড়িয়ে নিজেকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। খুশবু জানান, তিনি খবর পেয়েছিলেন যে ২১০০ রেটিং করলে WFM খেতাবের নিয়ম পুনরায় চালু হয়েছে, এবং এরপর দাবা ফেডারেশনের মাধ্যমে ফিদেতে আবেদন করেন।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খুশবু বলেন, WIM এবং WGM খেতাব অর্জনের জন্য তার আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের প্রয়োজন। তিনি মনে করেন, ভালো প্রশিক্ষণ ছাড়া এই অর্জন ধরে রাখা বা আরও এগিয়ে যাওয়া কঠিন। আগামী ১-২ বছরের মধ্যে তার লক্ষ্য হলো ২৩৫০+ রেটিং অর্জন করে বাংলাদেশের হয়ে এশিয়ার সর্বোচ্চ রেটিংধারী নারী দাবাড়ু এবং WGM খেতাব অর্জন করা।
উল্লেখ্য, বাংলাদেশের নারী দাবায় এখনো পর্যন্ত কোনো মহিলা গ্র্যান্ডমাস্টার নেই। মহিলা আন্তর্জাতিক মাস্টার হিসেবে রাণী হামিদ, শামীমা আখতার লিজা এবং শারমিন শিরিন সুমীর নাম রয়েছে। মহিলা ফিদে মাস্টার খেতাব প্রাপ্তদের সংখ্যাও দশের কম। দেশের দাবা সংশ্লিষ্টরা মনে করছেন, খুশবুর এই অর্জন বাংলাদেশের তরুণ দাবাড়ুদের জন্য নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
Comments