Image description

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাদারীপুরের রাজৈরে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

আজ মঙ্গলবার  ১১টায় রাজৈর পৌর ঈদগাহ মাঠের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাজৈর উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। 

মানববন্ধনটি আয়োজন  করেন; দৈনিক প্রতিদিনের কাগজ এর সাবেক স্টাফ রিপোর্টার ও আমার কাগজের জেলা প্রতিনিধি নাজমুল কবীর ও রাজৈর উপজেলা সাবেক প্রতিনিধি ও রাজৈর উপজেলার দৈনিক জনতার জমিনের প্রতিনিধি শহীদুল আলম। 

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক এর মাদারীপুর জেলা প্রতিনিধি (দায়িত্বপ্রাপ্ত) খন্দকার আব্দুল মতিন, বৈশাখী টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি নিত্যানন্দ হালদার, এশিয়ান টেলিভিশনের অনাদি কুমার মন্ডল, দৈনিক বাংলাদেশ সমাচার এর কাজী নজরুল ইসলাম, চেতনায় বাংলাদেশ এর মহিউদ্দিন চৌধুরী হীরা, রাজৈর নিউজের স্থানীয় সম্পাদক ই এইচ ইমন, দি ডেইলি ট্রাইবুনাল এর প্রশান্ত কুমার কুন্ডু, দৈনিক ঢাকা রিপোর্ট এর মেহেদী হাসান সোহেল, দৈনিক ডেসটিনি এর ফেরদৌস হাসান, দৈনিক গণতদন্ত এর সাজেদুল ইসলাম বোরাক, দৈনিক বাংলা ৭১ এর বিপুল কুমার দাস প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আমরা সাংবাদিকদের ওপর নির্যাতন ও হত্যার ঘটনার তীব্র নিন্দা জানাই। সাংবাদিক নির্যাতন ও হত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। রাষ্ট্রের প্রতিটি পর্যায় থেকে সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করতে হবে। 

তারা অভিযোগ করে বলেন, চাঁদাবাজির ভিডিও ধারণ করতে গিয়ে দিবালোকে তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে একদল সন্ত্রাসী। তাদেরকে মৃত্যু দন্ডের আদেশ নিশ্চিত করতে হবে।