Image description

আগেই ইতিহাস গড়ে এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপে জায়গা নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। শনিবার (৫ জুলাই) তুর্কমেনিস্তানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচেও আক্রমণের ধার কমায়নি তারা। প্রথমার্ধেই ৭-০ গোলের বিশাল ব্যবধানে এগিয়ে গিয়ে নিজেদের শক্তিমত্তা প্রমাণ করেছে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল।

ইংলিশ কোচ পিটার বাটলার মিয়ানমারের বিপক্ষে জেতা অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামেন। আন্তর্জাতিক ম্যাচে কোনো ছাড় না দিয়ে শুরু থেকেই তুর্কমেনিস্তানকে কোণঠাসা করে রাখে বাংলাদেশের মেয়েরা। আক্রমণাত্মক ফুটবলে ম্যাচের প্রথমার্ধেই তারা বড় ব্যবধানে এগিয়ে যায়।

ম্যাচের ৪ মিনিটেই স্বপ্না রানী গোলের খাতা খোলেন। শামসুন্নাহার জুনিয়রের ক্রস থেকে বল পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি। ৬ মিনিটে শামসুন্নাহার জুনিয়র নিজেই ব্যবধান দ্বিগুণ করেন এবং ১৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন। এরপর ১৬ মিনিটে মনিকা চাকমা, ১৮ মিনিটে ঋতুপর্ণা চাকমা এবং ২০ মিনিটে তহুরা খাতুনের গোলে ম্যাচটি রীতিমতো একপেশে হয়ে দাঁড়ায়।

বিরতির ঠিক আগে মনিকা ও ঋতুপর্ণার যুগলবন্দীতে করা গোলে বাংলাদেশ ৭-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায়। ঋতুপর্ণা তার বাঁ পায়ের জাদুতে দর্শকদের মুগ্ধ করেন।