
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলার সূচি ছিল লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দলের। তবে, দুবাইয়ে সিরিজের প্রথম ম্যাচটি শেষ হওয়ার পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আরও একটি অতিরিক্ত ম্যাচ খেলার প্রস্তাব দেয়। বিসিবির এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ফলে, আমিরাতের মাটিতে আরও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।
সোমবার(১৯ মে) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার পর, আগামী ২১ মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।
অন্যদিকে, এই মাসের শেষদিকে পাকিস্তানের বিপক্ষে একটি অ্যাওয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। যদিও কিছু বিষয় এখনও চূড়ান্ত না হওয়ায় এই সিরিজের ভবিষ্যৎ অনিশ্চিত। নতুন প্রস্তাবিত সূচি অনুযায়ী, সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি ফয়সালাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা ২৭ ও ২৮ মে হওয়ার সম্ভাবনা আছে। এরপর বাকি তিনটি ম্যাচ ৩০ মে, ১ জুন এবং ৩ জুন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সিরিজের সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
Comments