
বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন বই বিক্রয় প্ল্যাটফর্ম বইসদাই ডটকম কর্তৃক “বইসদাই বেস্ট সেলার লেখক ২০২৫” অ্যাওয়ার্ড পেলেন দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, লেখক ও ডিজিটাল প্রশিক্ষক রবিন রাফান। এই সম্মাননা প্রদান করা হয়েছে তার লেখা দুইটি ব্যাপকভাবে প্রশংসিত ও বিক্রিত বই— “ক্রিয়েটিভ কনটেন্ট ও সফল ক্যারিয়ার” এবং “ভবিষ্যতের ফ্রিল্যান্সিং: প্রশিক্ষণ থেকে সাফল্য”—এর জন্য।
দুটি বইই বর্ষাদুপুর/স্টুডেন্টওয়েজ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে অমর একুশে বইমেলা ২০২৫-এ। প্রকাশের পর থেকেই বই দুটি বইমেলার স্টলে এবং বইসদাই ডটকম-এ অভাবনীয় সাড়া ফেলেছে পাঠকমহলে।
“ক্রিয়েটিভ কনটেন্ট ও সফল ক্যারিয়ার” বইটিতে কনটেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মিডিয়ার ব্যবহার, এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ক্যারিয়ার গড়ার বিস্তৃত আলোচনা রয়েছে। এই বইটি বর্তমানে সপ্তম এডিশনে পৌঁছেছে এবং ফেব্রুয়ারি ২০২৫ থেকে প্রতিদিনই বইসদাই ডটকমে বেস্ট সেলার তালিকায় রয়েছে।
অন্যদিকে, “ভবিষ্যতের ফ্রিল্যান্সিং: প্রশিক্ষণ থেকে সাফল্য” বইটিতে ভবিষ্যতের চাহিদাসম্পন্ন স্কিল, প্রশিক্ষণের উপযুক্ত মাধ্যম এবং একটি সফল ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য করণীয় বিষয়ে এ টু জেড গাইডলাইন তুলে ধরা হয়েছে। এই বইটিও ব্যাপক বিক্রয় অর্জন করে এবং দ্বিতীয় বেস্ট সেলার বই হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
সোমবার (১৯ মে) গুলশানে বইসদাই ডটকমের হেড অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে রবিন রাফানের হাতে আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ডটি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষাদুপুর/স্টুডেন্টওয়েজ পাবলিকেশন-এর কর্ণধার মাসফিক তন্ময়, বইসদাই ডটকমের ম্যানেজার (সেলস ও অপারেশন) হাসানুল হক পায়েলসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বইসদাই ডটকমের ম্যানেজার (সেলস ও অপারেশন) হাসানুল হক পায়েল বলেন, “রবিন রাফান কেবল একজন কনটেন্ট ক্রিয়েটরই নন, তিনি একজন দিকনির্দেশক, যিনি তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। তার বইগুলো ডিজিটাল যুগে জ্ঞান ও ক্যারিয়ার গঠনের সেতুবন্ধন তৈরি করেছে।”
রবিন রাফান এই সম্মাননার প্রতিক্রিয়ায় বলেন, এই অর্জন আমি উৎসর্গ করছি আমার পাঠক, শিক্ষার্থী ও অনুসারীদের, যারা আমার কাজের প্রতি আস্থা রেখেছেন। বইগুলো লেখার মূল উদ্দেশ্য ছিল—কাজের অভিজ্ঞতা ও জ্ঞানকে ছড়িয়ে দিয়ে অন্যদের সাহসী করে তোলা।
বইসদাই বেস্ট সেলার লেখক ২০২৫ অ্যাওয়ার্ড কেবল একটি সম্মাননা নয়, বরং এটি বাংলা সাহিত্য ও ডিজিটাল প্রশিক্ষণের এক নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
Comments