Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তারকে 'হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন' বলে মন্তব্য করেছেন।

সোমবার(১৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, সরাসরি হত্যাকাণ্ডে জড়িতদের নিরাপদে দেশত্যাগের সুযোগ দেওয়া হয়েছে এবং শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে পাসপোর্ট করে দেওয়া হয়েছে। দ্বিতীয় ট্রাইব্যুনালের বিচার শুরু না হওয়ার প্রসঙ্গও তিনি উল্লেখ করেন।

হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন তোলেন, ৬২৬ জনের তালিকা কোথায় এবং তাদের নিরাপদে বের করে দেওয়ার পর এখন নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে বিচার করা হচ্ছে বলে দেখানো হচ্ছে। তিনি এটিকে বিচার না বলে মনোযোগ ঘোরানোর কৌশল হিসেবে অভিহিত করেন।

উল্লেখ্য, রোববার বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে পুলিশ। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভাটারা থানার এনামুল হক হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।