Image description

কক্সবাজারের উখিয়া থানায় ঢুকে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় অধিকারকর্মী জসিম ই জুমরাত-এর বিরুদ্ধে। তিনি নিজেকে অধিকার বাস্তবায়ন কমিটি উখিয়া পালংখালীর সহ-সভাপতি হিসেবে পরিচয় দিয়েছেন।

বুধবার সকালে উখিয়া থানার ভেতরে এই ঘটনা ঘটে। গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, জসিম ই জুমরাত পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলছেন, “আমাকে চেনেন?” এরপর পুলিশ সদস্যরা তাকে থানার ভেতর থেকে বের করে দেন।

প্রাথমিকভাবে কিছু সংবাদ মাধ্যমে জসিম ই জুমরাতকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হিসেবে পরিচয় দেওয়া হয়েছিল। তবে কালের কণ্ঠের টেকনাফ প্রতিনিধি জানিয়েছেন, যাকে এনসিপির নেতা বলা হচ্ছে, তার আসল নাম খালিদ বিন সাঈদ। এই ভুল পরিচয়ের কারণে বিষয়টি আরও জটিল হয়েছে।

ঘটনাটি এমন সময়ে ঘটল যখন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত স্থানীয় শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটে। আন্দোলনকারীদের দাবি, পুলিশের লাঠিচার্জে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন এবং জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধিসহ বেশ কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনার পর থেকে আন্দোলনকারীরা উখিয়া থানা ঘিরে রাখেন।