Image description

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে একটি কাচের ফ্রেমের কারখানায় অভিযান চালিয়ে কাগজপত্রহীনভাবে কাজ করার অভিযোগে বাংলাদেশি, নেপালি ও মিয়ানমারের ৪৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (১৯ আগস্ট) জালান মেরুতে পরিচালিত এই অভিযানে অনেক শ্রমিকের মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট পাওয়া গেছে, যা ২০২০ সাল থেকে মেয়াদোত্তীর্ণ ছিল।

সেলাঙ্গর জেআইএম-এর পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন এক বিবৃতিতে জানান, গ্রেপ্তারকৃত প্রবাসীদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। ১৭ জন ইমিগ্রেশন কর্মকর্তা ও কর্মী এক মাস ধরে ওই এলাকার ওপর নজরদারি করার পর এই অভিযান চালানো হয়। তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা সাধারণ শ্রমিক এবং তাদের ৩২ জনের কাজের সময়সূচি ঠিক ছিল না।

গ্রেপ্তারকৃতরা ইমিগ্রেশন রেগুলেশন, রেগুলেশন ৩৯ বি এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(সি) এর অধীনে পাসপোর্টের শর্ত লঙ্ঘন করেছেন। পরিচালক আরও জানান, এই অভিবাসীদের বেশিরভাগই গত দুই বছর ধরে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই কারখানায় কাজ করছিলেন।