বাংলাদেশি শ্রমিককে হত্যার দায়ে মালয়েশিয়ায় নিয়োগকর্তার ছেলের মৃত্যুদণ্ড

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক মো. ওবায়দুলকে নির্যাতন করে হত্যার দায়ে তার নিয়োগকর্তার ছেলে আমির আমজাকে ফাঁসির আদেশ দিয়েছে দেশটির উচ্চ আদালত। শুক্রবার এই রায় ঘোষণা করা হয়।
২০১৮ সালের ১৫ ডিসেম্বর আমির আমজা মালয়েশিয়ার সেন্ট্রাল পেরাক জেলার কাম্পুং গাজাহর সুনগাই গালাহ এলাকায় ওবায়দুলকে হত্যা করেন বলে প্রমাণিত হয়েছে। বিচারক তিয়াং জু রায়ে বলেছেন, খুনি অত্যন্ত নিষ্ঠুরভাবে ওবায়দুলকে তিলে তিলে হত্যা করেছেন। প্রমাণ নষ্ট করার জন্য তাকে নদীর তীরে নিয়ে গলা কেটে হত্যা নিশ্চিত করা হয়।
ভুক্তভোগীর ভাই মো. হোসেন খান আদালতে জবানবন্দিতে বলেন, ওবায়দুল তার পরিবারের আয়ের একমাত্র উৎস ছিলেন এবং তার বিয়ের প্রস্তুতি চলছিল। তিনি আক্ষেপ করে বলেন যে, নিয়োগকর্তা তাকে রক্ষা করার বদলে নির্মমভাবে হত্যা করেছেন।
এই মামলার বিচার ২০২০ সালের ৬ জানুয়ারি শুরু হয়েছিল। এতে রাষ্ট্রপক্ষের ২৪ জন এবং আসামিপক্ষের একজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
Comments