
নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে কোস্ট গার্ড ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড কার্তুজ, ২৯টি হাতবোমা এবং ৩টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত আবু বকর সিদ্দিক ওরফে নিজামকে (৪৫) আটক করেছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত হাতিয়া থানাধীন বাংলাবাজার মাছ ঘাটে নিজামের মাছের আড়ত 'বিসমিল্লাহ মৎস্য আড়ত'-এ এই বিশেষ অভিযান চালানো হয়। আটককৃত নিজামের দেওয়া তথ্যের ভিত্তিতে তার আড়ত থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। নিজাম লক্ষ্মীপুর জেলার রামগতি থানার বাসিন্দা।
আটক ডাকাত এবং জব্দকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।
Comments