
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর দাবি করেছেন যে, গণঅভ্যুত্থানের সরকারই গণঅভ্যুত্থানের নেতাদের জন্য একের পর এক মৃত্যুফাঁদ তৈরি করছে। মঙ্গলবার রাতে নুরের ফেসবুক আইডি থেকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
নুরের ফেসবুক পোস্টের অ্যাডমিনের বরাত দিয়ে বলা হয়েছে, গত ২৯ আগস্ট গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের অতর্কিত হামলায় ভিপি নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মী গুরুতর আহত হন। পোস্টে দাবি করা হয়, প্রাপ্ত তথ্য অনুযায়ী হাসিনার অনুসারী কয়েকজন সেনা কর্মকর্তার পরিকল্পনায় এই ঘটনা ঘটেছে, যার মূল লক্ষ্য ছিল ভিপি নুরকে হত্যা করে দেশকে অস্থিতিশীল করা। আশ্চর্যের বিষয়, ঘটনার ১৯ দিন পেরিয়ে গেলেও গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনের কোনো অগ্রগতি নেই।
পোস্টে আরও উল্লেখ করা হয়, গণঅভ্যুত্থানের আরেক নেতা, সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপরও যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে দুইবার হামলার ঘটনা ঘটেছে, যা নিয়ে সরকার কোনো গুরুতর পদক্ষেপ নেয়নি। এছাড়া, গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায়ও প্রশাসনের ব্যর্থতা স্পষ্ট। এসব ঘটনায় কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে নুর প্রশ্ন তোলেন, "এ সরকার আসলে চালায় কে? কোথা থেকে এসব প্ল্যান হয়?"
পোস্টের শেষে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ভিপি নুরকে হত্যাচেষ্টার জন্য যারা হামলা চালিয়েছে, অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে। অন্যথায়, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে থাকা "ফ্যাসিবাদের দোসরদের" দ্বারা নাকানি-চুবানি খাওয়ার পাশাপাশি জনগণের হাতেও দৌড়ানি খাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়। পোস্টে আরও বলা হয়, "ভিপি নূরের বিষয়ে গড়িমসি করলে এই জনতা আপনাদেরও ছাড়বে না।"
Comments