Image description

ঝিনাইদহের কোদালিয়া গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বুধবার সকাল ১০টার দিক এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আবু সাঈদ, অলিয়ার, শোযেব, অহিদ ও নুরোলকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া গ্রামে দীর্ঘদিন ধরে বিএনপি'র দু’গ্রুপের মধ্যে সামাজিক বিরোধ চলে আসছিল। সম্প্রতি বৃষ্টিতে শোয়েব নামের এক ব্যক্তির পুকুরের মাছ পাশের ধানের জমিতে ভেসে যায়। এ সময় স্থানীয় লোকজন ভেসে যাওয়া মাছ ধরার জন্য জাল পাতলে মাসুদ অলিয়ার রহমান ও তার ভাই শোয়েবকে মাছ ধরতে নিষেধ করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে মঙ্গলবার হরিশংকরপুর ৩নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি ওয়াজেদ বিশ্বাসের জানাযার নামাজ শেষে শোয়েব বাড়ি ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তার উপরে হামলা করে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। এরই জের ধরে বুধবার সকালে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের নারী ও পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়। 

হাসপাতালে ভর্তি আহত অলিয়ার বলেন, আমার ভাই শোয়েব তার পুকুরে মাছ ছাড়ে। কিন্তু বৃষ্টিতে পুকুর ভেসে পাশের ধানের জমিতে মাছ চলে যায়। তখন আমাদের প্রতিপক্ষ সোহেল মুন্সি ও রিয়াজ মুন্সির লেকজন মাছ ধরতে আসলে তাদের নিশেধ করায় আমাদের উপর হামলা করে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মমুন জানান, এ ঘটনায় থানায় এখনও কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্তা নেওয়া হবে