Image description

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ বা নৌকা মার্কাকে নির্বাচন করতে দেওয়া হবে না এবং এই বিষয়ে সব রাজনৈতিক দলের মধ্যে একাত্মতা রয়েছে।

তিনি বলেন, "আওয়ামী লীগকে তার দল ও নৌকা মার্কা নিয়ে নির্বাচন করতে দেওয়া হবে না, এই ব্যাপারে সবার মধ্যে একাত্মতা আছে। কারণ, গণ-অভ্যুত্থানের ব্যাপারে তারা ন্যূনতম রিগ্রেট করেনি। জাতির কাছে ক্ষমা চাওয়া, বিচারের মুখোমুখি হওয়া—এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের ব্যাপারে এই অবস্থানটা থাকবে।"

জামায়াতের ঘোষিত যুগপৎ আন্দোলন নিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, "যেকোনো রাজনৈতিক দলের নিজস্ব কর্মসূচি দেওয়ার এবং রাজনীতি করার একটি জায়গা আছে। এটা ডেমোক্রেটিক ফ্রেমেই আছে। কারণ জামায়াত তো আর বিএনপি না। ঠিক একইভাবে বিএনপি তো আর জামায়াত না। অতএব সবাই সবার জায়গা থেকে কর্মসূচি দেবে, কাজ করবে। সেটার মধ্যে আমি কোনো সমস্যা দেখি না।"

তিনি আরও বলেন, যদি পিআর (প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ প্রচুর মেরুকরণের চেষ্টা করবে। তবে তিনি আশাবাদী যে, "গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তির ভেতরে যদি বোঝাপড়াটা ভালো থাকে যে আমরা রাজনৈতিক প্রতিপক্ষের দায়িত্ব পালন করব, কিন্তু শত্রুর প্রশ্নে, গণ-অভ্যুত্থান প্রশ্নে আমরা কম্প্রোমাইজ করব না," তাহলে সেই চেষ্টা সফল হবে না।