
সিরাজগঞ্জ সদর উপজেলায় ২০১৪ সালে আশরাফ আলী হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদন্ড দেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন; সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল আলিম, মোজাম শেখ ও আব্দুর রউফ এবং একই গ্রামের মৃত জেসার উদ্দিন খলিফার ছেলে আবু বক্কার৷ এ মামলায় আব্দুল্লাহ ও মোস্তাফিজুর রহমানকে দু'বছর সশ্রম কারাদন্ড এবং আমির হামজা ও লিলি খাতুনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাড. শাকিল হায়দার রফিক সরকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বাড়ির রাস্তা সংক্রান্ত বিরোধে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর আশরাফ আলীকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে আসামিরা। এরপর চিকিৎসাধীন অবস্থায় ১৬ সেপ্টেম্বর তিনি মারা যান। পরে নিহতের স্ত্রী সুফিয়া খাতুন বাদী হয়ে থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় ১১ বছর পর মামলার বিচারাজ শেষে আজ আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। মামলার অপর দুজন আসামির অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন।
Comments