
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক থাকায় তারা ভোট দিতে অযোগ্য।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, “সংসদ নির্বাচনে দেশে ও প্রবাসে থাকা ভোটাররা অংশ নিতে পারবেন। প্রবাসী ভোটারদের জন্য অনলাইন নিবন্ধন ব্যবস্থা চালু করা হচ্ছে। তবে এনআইডি লক থাকা ব্যক্তিরা ভোট দিতে পারবেন না। শেখ হাসিনার এনআইডি লক আছে, ফলে তিনি ভোট দিতে পারবেন না।”
তিনি আরও জানান, প্রবাসে অবস্থানরত ব্যক্তিরা ভোট দিতে চাইলে এনআইডি নম্বর ব্যবহার করে অনলাইনে নিবন্ধন করতে হবে। পাসপোর্ট নয়, এনআইডি বাধ্যতামূলক। যাদের এনআইডি লক থাকবে, তারা এই সুযোগ থেকে বঞ্চিত হবেন। “যারা এনআইডি দিয়ে নিবন্ধন করবেন, তারাই কেবল ভোট দিতে পারবেন,” বলেন আখতার আহমেদ।
গত এপ্রিলে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র শাখার মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের নির্দেশনায় শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করা হয়। লক করা এনআইডির তালিকায় রয়েছেন শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ ওয়াজেদ, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রুপন্তি, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ও শেখ রেহানার দেবর তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক এবং মেয়ে বুশরা সিদ্দিক।
ইসি সচিব আরও বলেন, মামলার কারণে বা অন্য কোনো কারণে বিদেশে অবস্থান করলেও এনআইডি আনলক থাকলে ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ক্ষেত্রে এনআইডি লক থাকায় তারা এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসী ভোটারদের জন্য অনলাইন নিবন্ধন ব্যবস্থা প্রস্তুত করা হচ্ছে। এই সিস্টেমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, তবে এনআইডি বৈধ হওয়া এর প্রধান শর্ত।
Comments