
মাদারীপুরের রাজৈরে অসহায় ও হতদরিদ্র ১৮ প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, সরকার চাইছে প্রতিবন্ধীরা যেন সমাজে বোঝা না হয়ে স্বাবলম্বী হতে পারে।
উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নয়ন মনি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বাদশা ফয়সাল, কৃষি কর্মকর্তা শাশ্বতী ছন্দ্যা দেবনাথ ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক।
Comments