
বরিশাল ব্রজমোহন কলেজে (বিএম কলেজ) দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা বলেন, কলেজের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও নেতৃত্ব বিকাশের সুযোগ কেড়ে নেওয়া হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে তিন দফা দাবি উত্থাপন করেন; ১. অবিলম্বে বিএম কলেজ ছাত্র সংসদের (বাকসু) গঠনতন্ত্র উন্মুক্তকরণ, ২. নির্বাচনের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, ৩. নির্বাচন আয়োজনের জন্য প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ।
শিক্ষার্থীরা বলেন, বাকসু নির্বাচন বন্ধ থাকার কারণে দীর্ঘদিন ধরে কলেজে শিক্ষার্থীদের সমস্যা ও দাবি-দাওয়ার প্রতিফলন ঘটছে না। ছাত্রসমাজের গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হচ্ছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শিক্ষার্থী সাব্বির হোসেন সোহাগ। তিনি বলেন, “বিএম কলেজের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে বাকসু নির্বাচন অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু বহু বছর ধরে নির্বাচন হচ্ছে না। ফলে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চরমভাবে খর্ব হচ্ছে। আমরা চাই, অবিলম্বে বাকসুর গঠনতন্ত্র প্রকাশ করা হোক এবং নির্বাচনের জন্য প্রশাসন রোডম্যাপ ঘোষণা করুক।”
শিক্ষার্থী মাহফুজ নুসরাত বলেন, “শিক্ষার্থীরা আজ দিশাহারা। বাকসু নির্বাচন না থাকায় আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারি না। আমাদের দাবি, বাকসুর গঠনতন্ত্র প্রকাশ করা হোক, রোডম্যাপ দেওয়া হোক, আর দ্রুত নির্বাচন আয়োজন করা হোক। যদি তা না হয়, তাহলে শিক্ষার্থীরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।”
এ সময় উপস্থিত অন্যান্য শিক্ষার্থীরাও বলেন, নির্বাচন ছাড়া শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা সম্ভব নয়। কলেজ প্রশাসন যদি দ্রুত নির্বাচনের উদ্যোগ না নেয়, তবে তারা কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
Comments