Image description

পাঠকের কণ্ঠই মানবকণ্ঠ। “আমাদের ভাষা গণমানুষের” এই স্লোগানকে ধারণ করে দেশের শীর্ষ জাতীয় দৈনিক মানবকণ্ঠ ১৪ বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনটি উদযাপন করতে বুধবার সকালে গাজীপুর মহানগরের পূবাইল থানা প্রতিনিধি রফিকুল ইসলাম আয়োজন করেন ভিন্নধর্মী এক অনুষ্ঠান, যেখানে পাঠকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়।

আয়োজনে অংশগ্রহণকারী পাঠকেরা জানান, মানবকণ্ঠ শুধু একটি সংবাদপত্র নয়, এটি তাদের নিজস্ব কণ্ঠস্বর—যেখানে তারা অনিয়ম, দুর্নীতি ও সামাজিক সমস্যার বিরুদ্ধে সরব হতে পারেন।

পাঠক সাহেদ সরকার রাকিব বলেন, “মানবকণ্ঠ এমন একটি পত্রিকা, যেখানে আমরা আমাদের সমস্যা ও সমাজের অনিয়ম নিয়ে কথা বলতে পারি। সত্য প্রকাশের সাহসী অবস্থানই একে আমাদের কাছে আলাদা করেছে।”

অন্যদিকে শীতল বণিক যোগ করেন, “দেশের অনেক সংবাদপত্র থাকলেও মানবকণ্ঠ সরাসরি জনগণের কথা বলে। এখানেই সাধারণ পাঠকের কণ্ঠস্বর স্থান পায়। আমরা মানবকণ্ঠের উত্তরোত্তর সাফল্য কামনা করি।”

ইঞ্জিনিয়ার মো. রিয়াজ হোসেন বলেন,“অন্যায়ের বিরুদ্ধে মানবকণ্ঠ সবসময় সোচ্চার। দুর্নীতি ও অবহেলার বিরুদ্ধে সাহসী অবস্থান নেওয়ায় আমরা এ পত্রিকার সঙ্গে একাত্মতা অনুভব করি।”

অনুষ্ঠানে আয়োজক রফিকুল ইসলাম বলেন, “মানবকণ্ঠ মূলত পাঠকের সংবাদপত্র। পাঠকদের সঙ্গে থেকে এ পথচলা আরও দৃঢ় হবে। অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে সোচ্চার থাকার সাহস আমরা পাঠকদের কাছ থেকেই পাই।”

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের মাধ্যমে মানবকণ্ঠ তার মূল স্লোগানকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে, জনগণের কণ্ঠ, গণমানুষের পত্রিকা।