Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে 'অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে' সম্পন্ন করার লক্ষ্যে আগামী ২৭ সেপ্টেম্বর নির্বাচন কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিইসিওএ) আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন আজ, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর), আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সম্মেলনে মূলত তিনটি প্রধান দাবি উপস্থাপন করা হবে, যার মধ্যে রয়েছে:

১. নির্বাচন কমিশন সার্ভিস গঠন: কর্মকর্তারা 'নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫' দ্রুত জারির মাধ্যমে 'নির্বাচন কমিশন সার্ভিস' গঠনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

২. নিজস্ব কর্মকর্তাদের দায়িত্ব প্রদান: তারা আগামী সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশন সচিবালয়ের নিজস্ব কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন। মনির হোসেন বলেন, এতে তারা আন্তরিকতা ও গুরুত্বের সঙ্গে ভোট পরিচালনা করবেন, কারণ কমিশনের মাঠ পর্যায়ে দক্ষ কর্মী বাহিনী রয়েছে।

৩. জাতীয় পরিচয়পত্র কার্যক্রম ফিরিয়ে আনা: নির্বাচন কর্মকর্তারা জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ বাতিল করে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম আবারও নির্বাচন কমিশনের কাছে ন্যস্ত করার দাবি জানিয়েছেন।

মোহাম্মদ মনির হোসেন আরও বলেন, "অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কমিশনকে সুপারিশ দেওয়া হয়েছে, যা কমিশন আমলে নিয়েছে।" তিনি জানান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকেও ভালো নির্বাচনের জন্য সুপারিশ করা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বরের সম্মেলনে এসব দাবি উপস্থাপন করা হবে এবং নির্বাচন কমিশনও সেখানে উপস্থিত থাকবে।