রায়গঞ্জে ব্যতিক্রমী আয়োজনে মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সারুটিয়া- নিঝুড়ি এলাকার পুরাতন আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের নিয়ে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
মানবকণ্ঠের রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি মো. ছাইদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন—রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য মো. আশরাফ আলী, শিক্ষার্থী ফয়সাল বিশ্বাস ও সিয়াম আহমেদ, সাংবাদিক সোহেল রানা ও আমিনুল ইসলাম হিরো, স্বেচ্ছাসেবী রাজু আহমেদ এবং আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা মো. জহুরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দৈনিক মানবকণ্ঠের সাহসী সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছেন। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি এই পত্রিকা সবসময় গরীব ও খেটে খাওয়া মানুষের কথা তুলে ধরছে। আজ অসহায় মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করে ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হওয়ায় তা বিশেষ তাৎপর্য বহন করছে। ইতিপূর্বে রায়গঞ্জ উপজেলায় অসহায় পরিবারের প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বহু পরিবার সহায়তা পেয়েছে। অনিয়ম-দুর্নীতির প্রতিবেদন প্রকাশের ভিত্তিতে প্রশাসনও সক্রিয় হয়েছে। বক্তারা মানবকণ্ঠের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
পরে ফলজ গাছের চারা ও মিষ্টি বিতরণ এবং কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়।
Comments