
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা বিভিন্ন মামলায় সাবেক ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ মোট ৯ জন ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন। আজ, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর), ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এই হাজিরা গ্রহণ করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, প্রভাবশালী এবং বিশিষ্ট ব্যক্তি, যারা আসামি হয়েছেন, তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে বেশ কিছুদিন ধরে এই ভার্চুয়াল হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে। এ ছাড়া সন্ত্রাসীদেরও ভার্চুয়ালি হাজিরা নেওয়া হচ্ছে।
আজ যারা ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন, তাদের মধ্যে রয়েছেন:
হাসানুল হক ইনু: জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী।
জুনাইদ আহম্মেদ পলক: সাবেক আইসিটি প্রতিমন্ত্রী।
আসাদুজ্জামান নূর: সাবেক সংস্কৃতিমন্ত্রী।
মাহবুব আলী: সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী।
কামাল আহমেদ মজুমদার: সাবেক শিল্প প্রতিমন্ত্রী।
এ বি এম তাজুল ইসলাম: সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী।
আবুল হাসান: যাত্রাবাড়ী থানার সাবেক ওসি।
মাজহারুল ইসলাম: সাবেক ওসি।
শোয়াইবুর রহমান: পুলিশ কনস্টেবল।
এই ৯ জনের মধ্যে তিনজন কাশিমপুর কারাগার থেকে এবং ছয়জন কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন।
ডিএমপি'র প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের জানান, রাজধানীর যাত্রাবাড়ী, পল্টন, মিরপুর ও হাতিরঝিল থানার বিভিন্ন মামলায় তাদের হাজিরার দিন ধার্য ছিল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আকরাম হোসেন আদালতে উপস্থিত থেকে এই ভার্চুয়াল হাজিরা পর্যবেক্ষণ করেন এবং ভার্চুয়ালি হাজিরা দেখে সন্তোষ প্রকাশ করেন।
Comments