Image description

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ হলো ৯০ দশকের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা বনশ্রীর জীবনগাঁথা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দীর্ঘদিনের অসুস্থতার সঙ্গে লড়াই করে তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫৫ বছর।

বাংলা চলচ্চিত্রে বনশ্রীর জনপ্রিয়তার যাত্রা শুরু হয় ‘সোহোরাব রুস্তম’ সিনেমার মাধ্যমে। স্বল্প সময়েই তিনি দর্শকপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে অসুস্থতা এবং আর্থিক সংকটে তিনি ধীরে ধীরে হারিয়ে যান পর্দা থেকে। জীবনের শেষ সময়ে তিনি ভুগছিলেন হার্টের জটিলতা, ডায়াবেটিস, শ্বাসকষ্টসহ নানা রোগে। চোখের দৃষ্টিও প্রায় হারিয়ে ফেলেছিলেন।

অভাব-অনটনের কারণে নিয়মিত চিকিৎসা নিতে না পারায় বনশ্রী গ্রামে গ্রামে ভিক্ষা করে ওষুধ সংগ্রহ করতেন। মৃত্যুর আগে এক সাক্ষাৎকারে তিনি দেশের বিত্তবান এবং চলচ্চিত্র অঙ্গনের কাছে সহযোগিতা চেয়েছিলেন, কিন্তু তেমন কোনো সাড়া পাননি।

শিবচর থানার পাঁচ্চর এলাকার একটি সরকারি গুচ্ছগ্রামের ছোট্ট ঘরে তিনি একাই দিন যাপন করতেন। রান্না করতে না পারায় প্রতিবেশীদের কাছ থেকে খাবার চাইতে হতো। অভিযোগ রয়েছে, ঢাকায় থাকা একমাত্র ছেলে মায়ের খোঁজখবর নিতেন না।

দেশের চলচ্চিত্র অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রের এমন মানবেতর জীবনযাপন এবং নিঃসঙ্গ মৃত্যু শুধু চলচ্চিত্রপ্রেমীদের নয়, সমগ্র সংস্কৃতি অঙ্গনের জন্য বেদনাদায়ক এক অধ্যায় হয়ে থাকবে।