Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের শিক্ষার্থী নাফিস খন্দকার মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

হল প্রাধ্যক্ষ বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল নাফিস হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তির পর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

অমর একুশে হল কর্তৃপক্ষ জানিয়েছে, নাফিসের জানাজার নামাজ আজ বাদ মাগরিব কার্জন হলের রসায়ন বিভাগ প্রাঙ্গণে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

নাফিসের মৃত্যুতে তার সহপাঠী ও বন্ধুদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তার আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করছেন।