
বাগেরহাট জেলার চারটি আসন তিনটিতে নামিয়ে আনার সিদ্ধান্তের বিরুদ্ধে মোল্লাহাট উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্বাচন অফিসের সামনে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ (১৬ সেপ্টেম্বর) এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় নেতারা জোর দাবি জানান, অন্তত চারটি আসন বহাল রাখতে হবে। বাগেরহাটবাসীর প্রাণের দাবি চারটি আসন বহাল রাখার দাবিতে এই আন্দোলন এবং নানা কর্মসূচি অব্যাহত রয়েছে।
সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান বলেন, “ইলেকশন কমিশন যদি আমাদের দাবিকে উপেক্ষা করে, আমরা আরও কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হব। আমাদের লক্ষ্য স্পষ্ট, চারটি আসন বহাল রাখতে হবে।”
মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিকদার হারুন অর রশিদ বলেন, “আমাদের আন্দোলনের লক্ষ্য হলো স্থানীয় মানুষের দাবি আদায় করা। আন্দোলন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং আমরা আগামীকালও এই কর্মসূচি চালিয়ে যাবার
বাংলাদেশ জামায়াতে ইসলামী মোল্লাহাট উপজেলা শাখার নায়েবে আমির সিকদার আব্দুস সবুর বলেন, “বাগেরহাট জেলার দক্ষিণাঞ্চল উপকূলীয় এলাকা হিসেবে দুর্যোগপ্রবণ। তাই এখানে শুধু চারটি আসন বহাল রাখাই যথেষ্ট নয়, বরং আরও দুটি আসন বৃদ্ধি করা উচিত। তবে অন্তত চারটি আসন বজায় রাখতে হবে।”
উপস্থিত ছিলেন খুলনার জনতার মেয়র এস এম মুশফিকুর রহমান সহ সর্বদলীয় সম্মিলিত কমিটির অন্যান্য নেতা-কর্মী। সিকদার হারুন অর রশিদের নেতৃত্বে কর্মসূচিটি সমাপ্ত হয়।
নেতৃবৃন্দ জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং অবস্থান কর্মসূচি আগামীকাল বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে।
Comments