
মাদারীপুরের রাজৈর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার চৌরাশী বাজিতপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন চৌরাশী বাজিতপুর গ্রামের মো. আজিজুল হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার (৩২) ও সিকাম মাতুব্বরের ছেলে বিল্লাল মাতুব্বর (৩১)।
রাজৈর থানার ওসি মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন এসআই তারিকুল ইসলাম। তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয় এবং তল্লাশিতে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে মাদারীপুর কারাগারে পাঠানো হয়।
ওসি আরও জানান, রাজৈরে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
স্থানীয়রা এ ধরনের কার্যক্রমে পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন।
Comments