Image description

কুড়িগ্রামের চিলমারীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে পাঠক নন্দিত দৈনিক মানবকণ্ঠের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে প্রেসক্লাব চিলমারী কার্যালয়ে কেট কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মানবকণ্ঠে চিলমারী উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চিলমারী উপজেলা শাখার আমীর সহকারী অধ্যাপক মোঃ নুর আলম মুকুল, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফা, যুগ্ম আহবায়ক সাদাকাত হোসেন সাজু, প্রেসক্লাব চিলমারীর সভাপতি মনিরুল আলম লিটু, যুগান্তর প্রতিনিধি সহকারী অধ্যাপক গোলাম মাহবুব, ভোরের দর্পণ প্রতিনিধি সহকারী অধ্যাপক ফজলুল হক, চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, মানবজমিন প্রতিনিধি সোহেল সাওরাত প্রমুখ।

এসময় বিভিন্ন মিডিয়ার কর্তব্যরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।